Posts

মঙ্গল গ্রহে কেন নেই প্রাণ , কখনও কি ছিল?? জানুন

Image
মঙ্গল গ্রহে কেন নেই প্রাণ , কখনও কি ছিল?? জানুন প্রথমে বলে রাখি ,মঙ্গলে প্রাণ ছিল কিনা তার কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই । কিছু জিনিস দেখে ধারণা করা গেছে যে মঙ্গলে প্রাণ এর জন্য অনূকূল পরিবেশ একটা সময় ছিল । মঙ্গলের আদিকথা মঙ্গলের জন্ম টা পৃথিবীর সাথে হলেও এই গ্রহের আয়তন পৃথিবীর তুলনায় ছোটো এই কারণে শীতলভবনের ক্ষেত্রে মঙ্গল অনেক এগিয়ে ছিল ।  (মঙ্গলে যে জল ছিল তা এখনকার surface পরিলক্ষিত করলে বোঝা যায় ) তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার কারণে এই গ্রহের একটি সুষম crust (ভূত্বক) তৈরী হয় । এবং সময় অতিবাহিত হওয়ার সাথে atmosphere  এবং বায়ুমন্ডল তৈরী হতে থাকে এই সময়ে জল বিভিন্ন উপায়ে ভূত্বকে জমা হয় । সেটা উল্কাপিন্ড এর জন্যও হতে পারে আবার বাস্প আকারে জমা জল ভূত্বকের নীচ থেকেও অগ্ন্যুৎপাতের ফলেও বেরিয়ে আসতে পারে ।  এরপর জল এবং বিভিন্ন গ্যাসের সমন্বয় সাথে তাপমাত্রার কারণে  hot dilute soup  তৈরী হয় যাতে প্রথম martians ভাইরাস বা ব্যাকটেরিয়া আকারে জন্ম নেয় ।   এরপর কিছু সময় অতিবাহিত হয়ে যায়।  আস্তে আস্তে জীব বাড়তে শুরু করছে এমন সময়ে এসে একটি ঘটনা ঘটে । একটি বড় উল্কা মঙ্গলের সাথে

চাঁদ কিভাবে আমাদের বাঁচিয়ে রাখে ?? জানুন

Image
চাঁদ কিভাবে আমাদের বাঁচিয়ে রাখে ??  হ্যাঁ, চাঁদ আমাদের প্রতি মুহুর্ত বাঁচিয়ে রাখে , শুধু আজকে নয় হাজার হাজার বছর আগে যখন আমাদের পূর্ব পুরুষ অ্যামিবা বিরাজ করত প্রথম জীব হিসাবে ,তখন থেকে ।। আগে জেনে নেওয়া যাক চাঁদের উৎপত্তি কীভাবে ?? ধরা হয় প্রায় 4.53 billion বছর আগে এক বিশাল exoplanet অর্থাৎ  সৌরজগৎের বাইরের গ্রহ পৃথিবীর সাথে ধাক্কা লাগে তারপর প্রচুর তাপ আর চাপের ফলে কিছুটা ভর চারিদিকে ছরিয়ে পড়ে এবং সময়ের সাথে তা পৃথিবীর মধ্যাকর্ষন এর জন্য জড় হয়ে একটা বেল্ট তৈরী করে শনি গ্রহের মতো দেখায় । এবার এই সময় একটা ঘটনা ঘটে তা হল দুটো উপগ্রহ একই সাথে তৈরী হয় এই বেলটের টুকরো ভর জড় হয়ে । এই সময় পৃথিবীর দুটো উপগ্রহ দেখা যায় । তারাএকই সাথে একই দিকে ঘুরতে থাকে অনেক বছর ধরে । Relative velocity এর কারণে সেই দুই উপগ্রহ আসতে আসতে মিলিত হয়ে এক বিশালকায় চাঁদ তৈরী করে ফেলে । এই কারণে চাঁদ এত বড় এবং চাদের অন্ধকার দিকটার crust অনেক মোটা সামনের  crust এর থেকে । আর এই বড় হওয়ার জন্যই আজ আমরা এখানে থাকতে পারছি ।।  চাঁদ এর গুরুত্ব -  আমরা জানি পৃথিবী 66°30 '' বেঁকে রয়েছে এই বেঁকে থাকার

Online Money তো Transfer করেন সত্যি কারের কি টাকা transfer হয়? হলে কি ভাবে???

Image
Online Money তো  Transfer করেন সত্যি কারের কি টাকা transfer হয়? হলে কি ভাবে???  আমরা এই online এর যুগে কত কি order করি Amazon , Flip kart থেকে কত কিছু । অনেক সময় আমরা online এ pay করি অথবা Cod তেও pay করে থাকি , এবার প্রশ্ন হচ্ছে এই যে আমরা অনলাইনে পে  করলাম সেটা তো Digital form এ গেলো আর আমরা জানতে পারলাম যে আমাদের debited হয়েছে। কিন্তু সত্যি কি টাকা ওরা পেল ??? উত্তর হচ্ছে হ্যাঁ ,আপনার টাকা bank থেকে কেটে shopping site এর মালিকের bank account এ জমা পড়ে সেটাও digital amount এ ।  কিন্তু সত্যি কারের টাকা টা কিন্তু আপনার bank এই আছে । এই টাকা বাক্স করে transfer হবে shopping site এর মালিকের bank এ । এটা কিভাবে হয়? আসুন জেনে নিন । india তে একটি প্রধান bank আছে যেখানে ভারতীয় টাকা  ছাপানোর অনুমতি রয়েছে , এই bank এর নাম RBI (Reserve Bank Of India)। এই bank এ সাধারণ মানুষ টাকা রাখতে পারে না , ভারতীয় সমস্ত public sectre bank এইখানে একটি account বানায় , যেখানে  RBI তাদের হিসেব মতো টাকা আদান প্রদান করে । ধরুন আপনি SBI থেকে UBI তে টাকা Transfer করেছেন । এবার dig

Kurumbera Fort / কুরুমবেড়া ফোর্ট MYSTERIUOS PLACE ON WEST BENGAL

Image
 Kurumbera Fort / কুরুমবেড়া ফোর্ট MYSTERIUOS PLACE ON WEST BENGAL  খড়গপুর থেকে বেরিয়ে ২৭ কিলোমিটার দূরে কেশিয়াড়ি - সেখান থেকে বামদিকে ঘুরে বেলদা-গামী রাস্তায় তিন কিলোমিটার যাওয়ার পরে একটা গ্রাম কুকাই। কুকাই বাস স্টপ থেকে ডানদিকে একটা লাল মোরামের রাস্তা আরও তিন কিলোমি টার দূরে চলে গেছে গগনেশ্বর গ্রামে। সেখানেই ৭০০ বছরের পুরোনো কুরুমবেড়া ফোর্ট ! ইংরেজরা জেলার গেজেটিয়ার রচনার সময়ও এটিকে দুর্গ বলেই উল্লেখ করেছে। ১৪৩৮ থেকে ১৪৭০ সালের মধ্যে ওড়িশার রাজা কপিলেন্দ্র দেবের আমলে নির্মিত হয় এই দুর্গ। ইতিহাসবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতে, গজপতি বংশের রাজা কপিলেন্দ্র দেবের রাজত্ব বিস্তৃত ছিল বর্তমান হুগলি জেলার দক্ষিণ অংশ মান্দারণ থেকে দক্ষিণ ভারতের মাদ্রাজ পর্যন্ত। ঝামা বা ল্যাটেরাইট পাথর দিয়ে প্রথমে মন্দিরই তৈরি হয়েছিল এখানে। মোগল আমলে বদলে যায় পরিস্থিতি। তাহের খানের অধীনে সেনাদের আশ্রয় শিবির হয়ে ওঠে কুরুমবেড়া। সেই থেকে তা বদলে যায় দুর্গে। 'মেদিনীপুরের ইতিহাস' গ্রন্থের প্রণেতা যোগেশচন্দ্র বসু লিখেছেন, ".মন্দির গাত্রে উড়িয়া ভাষায় লিখিত যে প্রস্তর ফলকখানি আ

ইন্টারনেট কিভাবে কাজ করে ? কাকে দিই আমরা টাকা? জিও কিভাবে তিন মাস ফ্রি দিল ইন্টারনেট?? জেনে নিন

Image
ইন্টারনেট কিভাবে কাজ করে ? কাকে দিই আমরা টাকা? জিও কিভাবে তিন মাস ফ্রি দিল ইন্টারনেট?? জেনে নিন  submarine cable আমরা সবাই কোনো না কোনো ভাবে ইন্টারনেটের সাথে যুক্ত সেটা কলেজ এর admission থেকে শুরু করে adhar link পর্যন্ত । কোনো না কোনো ভাবে ইন্টারনেট সমস্ত official কাজ কর্ম কে আধিপত্য করে রেখেছে ।। আমাদের জানা দরকার,  এই যে আমরা internet access এর জন্য টাকা দিচ্ছি jio , airtel , idea কেন দিচ্ছি আর সেই টাকা কোথায় যাচ্ছে ? কোথা থেকে আসছে এই ইন্টারনেট ? সারা বিশ্বের সাথে কিভাবে যুক্ত ??  website কিভাবে টাকা  income করে ?? সব তথ্য দেব একের পর এক তো প্রথমে মনে করুন আপনার ঘরে দুটি computer আছে । এবার একটি Ethernet cable দিয়ে যুক্ত করলেন দুটি computer কে। আপনি এইভাবে একটি configuration করলেন যেখানে এক কম্পিটার হলো   server এবং আরেকটি client । এই client computer থেকে আপনি সহজেই server computer এ প্রবেশ করে তার ভেতরকার ডেটা Ethernet cable দিয়ে নিতে পারবেন । ধরে নিন server computer টা হল google ।আপনি এই google থেকে সহজেই সব ডেটা নিতে পারবেন । ঠিক এই জিনিসটাই whole over world দেখু
Image
WHAT IS  CREDIT CARD? WHAT IS DEBIT CARD ? WHAT IS THE DIFFERENCE BETWEEN THEM? We should know that the difference between a credit card and also debit card . At first i am going to show an article with some points below.  Different Types Of Bank Accounts Savings Accounts Current Account Recurring Deposit Accounts  Fixed Deposit Account Every Bank have to provide these types of accounts for customer. So many people also have to deposit their money into that account for savings purpose ,that is the SAVINGS ACCOUNT . So people earned their money and  extra earning money is submitted to the bank for interest. Normal people or customer can withdrawal their money from savings accounts by queue. When the number of people is  increased then that type of system is very disgusting and time investing process . So after many years the Govt. and specialized people made an idea for withdrawing money via ATM (Automated Teller Machine) . They produced some card with magnetic belt whi