চাঁদ কিভাবে আমাদের বাঁচিয়ে রাখে ?? জানুন
চাঁদ কিভাবে আমাদের বাঁচিয়ে রাখে ??
হ্যাঁ, চাঁদ আমাদের প্রতি মুহুর্ত বাঁচিয়ে রাখে , শুধু আজকে নয় হাজার হাজার বছর আগে যখন আমাদের পূর্ব পুরুষ অ্যামিবা বিরাজ করত প্রথম জীব হিসাবে ,তখন থেকে ।।
আগে জেনে নেওয়া যাক চাঁদের উৎপত্তি কীভাবে ??
ধরা হয় প্রায় 4.53 billion বছর আগে এক বিশাল exoplanet অর্থাৎ সৌরজগৎের বাইরের গ্রহ পৃথিবীর সাথে ধাক্কা লাগে তারপর প্রচুর তাপ আর চাপের ফলে কিছুটা ভর চারিদিকে ছরিয়ে পড়ে এবং সময়ের সাথে তা পৃথিবীর মধ্যাকর্ষন এর জন্য জড় হয়ে একটা বেল্ট তৈরী করে শনি গ্রহের মতো দেখায় ।
এবার এই সময় একটা ঘটনা ঘটে তা হল দুটো উপগ্রহ একই সাথে তৈরী হয় এই বেলটের টুকরো ভর জড় হয়ে । এই সময় পৃথিবীর দুটো উপগ্রহ দেখা যায় । তারাএকই সাথে একই দিকে ঘুরতে থাকে অনেক বছর ধরে । Relative velocity এর কারণে সেই দুই উপগ্রহ আসতে আসতে মিলিত হয়ে এক বিশালকায় চাঁদ তৈরী করে ফেলে । এই কারণে চাঁদ এত বড় এবং চাদের অন্ধকার দিকটার crust অনেক মোটা সামনের crust এর থেকে । আর এই বড় হওয়ার জন্যই আজ আমরা এখানে থাকতে পারছি ।।
এবার এই সময় একটা ঘটনা ঘটে তা হল দুটো উপগ্রহ একই সাথে তৈরী হয় এই বেলটের টুকরো ভর জড় হয়ে । এই সময় পৃথিবীর দুটো উপগ্রহ দেখা যায় । তারাএকই সাথে একই দিকে ঘুরতে থাকে অনেক বছর ধরে । Relative velocity এর কারণে সেই দুই উপগ্রহ আসতে আসতে মিলিত হয়ে এক বিশালকায় চাঁদ তৈরী করে ফেলে । এই কারণে চাঁদ এত বড় এবং চাদের অন্ধকার দিকটার crust অনেক মোটা সামনের crust এর থেকে । আর এই বড় হওয়ার জন্যই আজ আমরা এখানে থাকতে পারছি ।।
চাঁদ এর গুরুত্ব -
আমরা জানি পৃথিবী 66°30 '' বেঁকে রয়েছে এই বেঁকে থাকার জন্যই এই ঝতু পরিবর্তন হচ্ছে । যখন অ্যমিবা ছিল তখন তা বেড়ে ওঠার জন্য দরকার ছিল জল বিশেষ করে liquid জল ,আর দরকার ছিল উষ্নতা । একটা জীবকে বেড়ে উঠতে এই দুটি খুবই প্রয়োজনীয় উপাদান ।
আর গ্রহদের হঠাৎ অক্ষের পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু ছিল না অর্থাৎ মেরু চলে আসত নিরক্ষর অঞ্চলে আর নিরক্ষর অঞ্চল আসত মেরু অঞ্চলে । এই কারনে একইরকম ঋতু stay করত না একই জায়গায় । ফলস্বরুপ মঙ্গলে প্রান আসতে বা টিকে থাকতে অনেক বেশী সময় লেগেছিল as compare to Earth
কিন্তু পৃথিবীর ক্ষেত্রে এই ঘটনা ঘটেনি কারণ চাঁদ এতবড় যে পৃথিবীকে নিজের অক্ষে আটকে রেখে দিয়েছে বাঁকতে দেয়নি কোনো মতেই । এটি মঙ্গলের ক্ষেত্রে সম্ভব ছিলনা কারণ মঙ্গলের অনেক ছোটো উপগ্রহ ।
পৃথিবীকে বাঁকতে না দেওয়ার জন্য stabilty condition তৈরী হয় এবং পর্যাপ্ত পরিমাণে তাপ আর জল পেয়ে জীবরা বেড়ে উঠতে থাকে। এছাড়াও চাঁদ জোঁয়ার ভাঁটার মাধ্যমে মাটি সিক্ত করে জীবের জন্য পরিবেশ অনূকূল করতে সাহায্য করে ।
চাঁদ হঠাৎ কোনো কারণে ধ্বংস হলে কি হবে ??
চাঁদ হঠাৎ যদি কোনো কারণে আজ ধ্বংস হয় তবে পৃথিবীর 66°30' কোণে যে বেঁকে আছে তা আর থাকত না পৃথিবী আজ নিজের stability হারিয়ে ফেলত এবং ঋতু পরিবর্তন থেকে আবহাওয়ার পরিবর্তন, তুষার যুগ এসব প্রকট হত ফলস্বরুপ চাষ আবাদ বন্ধ হয়ে যেত ,সমুদ্রের জল জমে যেত এবং internet ও কাজ করা বন্ধ করে দিত ।
চাঁদের ভবিষ্যৎ কি ??
আরও কয়েকশ কোটি বছর পর চাঁদ আসতে আসতে পৃথিবীর gravity এর মধ্যে এসে পৃথিবীর সাথে সংঘাত ঘটাবে ফলে ভরের টুকরো মহাকাশে বিচরণ করে আবার সেই বেল্টের ন্যায় সজ্জা গঠন করবে । এরপর রাত্রে পৃথিবী থেকে এই দৃশ্য ভারি সুন্দর দেখাবে সারা আকাশ জুরে আলোর ছটা বেল্টের মধ্যে অপূর্ব এক মহাজাগতিক দৃষ্টি তৈরী করবে ।
অন্তঃপর ধীরে ধীরে এই বেল্ট পৃথিবীতে পুনরায় নিক্ষেপ হবে উলকার আকারে এবং মনুষ্য জাতি কে ধ্বংস করে দেবে । চাঁদ যেমন আমাদের বাঁচিয়েছিল তেমনি চাঁদ ই আবার প্রাণ ছিনিয়ে নেবে ।
যেমন সন্তান তার মায়ের কাছে ফিরে আসে তেমন করেই চাঁদ আবার পৃথিবীর বুকে ফিরে আসবে ।।
Khoob e sundor uposthapona
ReplyDeletethanks 😊
Delete