Online Money তো Transfer করেন সত্যি কারের কি টাকা transfer হয়? হলে কি ভাবে???

Online Money তো  Transfer করেন সত্যি কারের কি টাকা transfer হয়? হলে কি ভাবে???


 আমরা এই online এর যুগে কত কি order করি Amazon , Flip kart থেকে কত কিছু । অনেক সময় আমরা online এ pay করি অথবা Cod তেও pay করে থাকি , এবার প্রশ্ন হচ্ছে এই যে আমরা অনলাইনে পে  করলাম সেটা তো Digital form এ গেলো আর আমরা জানতে পারলাম যে আমাদের debited হয়েছে। কিন্তু সত্যি কি টাকা ওরা পেল ???

উত্তর হচ্ছে হ্যাঁ ,আপনার টাকা bank থেকে কেটে shopping site এর মালিকের bank account এ জমা পড়ে সেটাও digital amount এ । 

কিন্তু সত্যি কারের টাকা টা কিন্তু আপনার bank এই আছে । এই টাকা বাক্স করে transfer হবে shopping site এর মালিকের bank এ । এটা কিভাবে হয়? আসুন জেনে নিন ।

india তে একটি প্রধান bank আছে যেখানে ভারতীয় টাকা  ছাপানোর অনুমতি রয়েছে , এই bank এর নাম RBI (Reserve Bank Of India)। এই bank এ সাধারণ মানুষ টাকা রাখতে পারে না , ভারতীয় সমস্ত public sectre bank এইখানে একটি account বানায় , যেখানে  RBI তাদের হিসেব মতো টাকা আদান প্রদান করে ।

ধরুন আপনি SBI থেকে UBI তে টাকা Transfer করেছেন । এবার digitally আপনার টাকা transfer হয়ে গেছে কিন্তু hard copy তে হয়নি তখনও । দিনের শেষে RBI ,SBI এর bank এর লকার থেকে টাকা নিয়ে এসে UBI  তে পৌঁছে দেবে । 

RBI  এর ভূমিকা money transfer এর ক্ষেত্রে অপরিসীম, এমনকি ছাপানো টাকা ও সমস্ত  bank এ পৌঁছে দেয় এই RBI ।



Comments

Popular posts from this blog

Kurumbera Fort / কুরুমবেড়া ফোর্ট MYSTERIUOS PLACE ON WEST BENGAL

ইন্টারনেট কিভাবে কাজ করে ? কাকে দিই আমরা টাকা? জিও কিভাবে তিন মাস ফ্রি দিল ইন্টারনেট?? জেনে নিন

মঙ্গল গ্রহে কেন নেই প্রাণ , কখনও কি ছিল?? জানুন